• সর্বদলীয় বৈঠক ডাকলেন কেজরিওয়াল
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফের তলব করল ইডি। দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তে এই নিয়ে সপ্তমবার আপ সুপ্রিমোকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৬ ফেব্রুয়ারি কেজরিওয়ালকে তলব করেছে ইডি। তবে তার আগেই জানা গিয়েছিল, সর্বদল বৈঠক ডেকেছেন কেজরিওয়াল। বৃহস্পতিবার বেকাল ৪টায় বসবে এই বৈঠক। কী কারণে বৈঠক ডেকেছেন আপ সুপ্রিমো? জানা গিয়েছে পানীয় জলের বর্ধিত বিল নিয়েই বসবে আলোচনা। দেশের রাজধানীর ১২ লক্ষের পানীয় জলের বিল বাবদ বকেয়া রয়েছে বিপুল অঙ্কের অর্থ। আর তা নিয়েই আলোচনা। এসবের মাঝেই বৃহস্পতিবার জল্পনা বেড়েছে আরও এক তথ্যে। সূত্রের খবর, লোকসভা নির্বাচন, বিরোধী জোট, আসন রফা সহ একাধিক বিষয়ে যখন তুঙ্গে চর্চা, তখন নাকি দিল্লিতে আসন রফা নিয়ে সদর্থক আলোচনা সম্পন্ন হয়েছে আপ এবং কংগ্রেসের মধ্যে। গেরুয়া শিবিরের দখলে থাকা ৭ আসনের মধ্যে আপ এবং কংগ্রেস যথাক্রমে ৪ এবং ৩ আসনে আসন সমঝোতা করছে বলেই খবর সূত্রের। যদিও এই বিষয়ে কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে চূড়ান্ত বার্তা দেওয়া হয়নি।
  • Link to this news (আজকাল)