• ‌মিটতে চলেছে চাঁপদানির যোগাযোগের সমস্যা
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, ‌হুগলি:‌ দীর্ঘদিন পর মিটতে চলেছে চাঁপদানি–দিল্লি রোডে যোগাযোগের সমস্যা। চাঁপদানিতে নেই কোনও রেল স্টেশন। নেই কোনও দিল্লি রোড সংযোগকারী রাস্তা। স্থানীয় বাসিন্দাদের দিল্লি রোড ধরতে গেলে ভদ্রেশ্বর হয়ে ঘুরে যেতে হয়। সংকীর্ণ সেই রাস্তায় বড় গাড়ি চলে না। ফলে বড় গাড়ি যাওয়ার জন্য হয় চুঁচুড়া অথবা চন্দননগর বা শ্রীরামপুর হয়ে অনেক ঘুরে দিল্লি রোড পৌঁছতে হয়। এলাকাবাসীদের দীর্ঘদিনের চাহিদা ছিল চাঁপদানি এবং দিল্লি রোড সংযোগকারী একটি রাস্তার। সম্প্রতি বিষয়টি চাঁপদানি পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইনকে জানান। এরপরই বিধায়ক হুগলির জেলাশাসককে চাঁপদানি পুরসভা এলাকার অন্তর্গত ডিভিসি ক্যানেল সংলগ্ন এলাকা থেকে একটি রাস্তা দিল্লি রোড পর্যন্ত সংযোগ করার প্রস্তাব দেন। বৃহস্পতিবার ডিভিসি ক্যানেল সংলগ্ন ওই এলাকা পরিদর্শনে যান চন্দননগরের মহকুমা শাসক, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র প্রমুখ। এলাকা ঘুরে দেখার পর বিধায়ক অরিন্দম গুইন বলেছেন, বাসিন্দাদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল। চাঁপদানি থেকে সরাসরি দিল্লি রোড যাওয়ার কোনও রাস্তা নেই। সেক্ষেত্রে তাদের যেতে হয় ভদ্রেশ্বর অথবা বৈদ্যবাটি হয়ে। ডিভিসি ক্যানেল এলাকা থেকে একটি রাস্তা বার করে দিল্লি রোডে সংযোগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদি এই রাস্তা তৈরি করা যায় তাহলে বহু মানুষ উপকৃত হবে। চেয়ারম্যান সুরেশ মিশ্র বলেছেন, এই এলাকায় একাধিক কলকারখানা রয়েছে। দিল্লি রোড থেকে এই এলাকায় আসার সরাসরি কোনও রাস্তা না থাকায় বড় গাড়ি কলকারখানায় আসতে নানান অসুবিধার মুখে পড়তে হয়। এই রাস্তা তৈরি হয়ে গেলে এলাকাবাসী সহ সকলেই উপকৃত হবে।ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)