• ‌শাহজাহানের দখল করা মাঠ ফিরল সাধারণ মানুষের দখলে
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌শেখ শাহজাহান ফ্যান ক্লাব’‌ এর দখল করা মাঠ ফিরল সাধারণ মানুষের দখলে। সন্দেশখালির গ্রামবাসীদের একাংশের অভিযোগ ছিল ঋষি অরবিন্দ মিশন ময়দান দখল করে রেখেছিল শিবু হাজরা, শেখ শাহজাহানরা। বৃহস্পতিবার সকালে ডিজি রাজীব কুমার কলকাতা ফিরতেই বসিরহাটের পুলিশ সুপার মেহেদি হাসান রহমানের নেতৃত্বে পুলিশবাহিনী ওই মাঠে যায়। সঙ্গে ছিলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। সকলের উপস্থিতিতে সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হয় মাঠ। মাঠের আশপাশে পাঁচিলে ও গেটে শাহজাহানের নাম লেখা দেওয়ালে চুনকাম করে মুছে দেওয়া হয়। অভিযোগ, এই মাঠ একসময় দখল করে নিয়েছিল শাহজাহান বাহিনী। টুর্নামেন্টের সময় ছাড়া বাকি সময় মাঠে কচিকাঁচাদের ঢুকতে দিত না শিবু হাজরা, উত্তমরা–এমনটাই অভিযোগ। অবশেষে সেই মাঠ দখলমুক্ত হল। এদিন ওই মাঠ ঘিরে গাছের চারা পোঁতা হয়। বৃহস্পতিবার প্রশাসনের কর্তারা গ্রামের বাচ্চাদের ফুটবল ও জার্সি উপহার দেন। 
  • Link to this news (আজকাল)