• ধসে পড়ল মাটির ঘর! অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা
    ২৪ ঘন্টা | ২২ ফেব্রুয়ারি ২০২৪
  • বিধান সরকার: ধসে পড়ে মাটির ঘর। চাপা পড়ে মৃত্যু মুখ থেকে ফিরলেন জিরাটের এক পরিবার। হঠাৎ বৃষ্টিতে মাথা গোঁজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তা! বসন্তের বৃষ্টিতে আলগা হয়েছিল মাটির দেওয়াল। বুধবার রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা। আহত পাঁচজন। একজনের পা ভাঙে।

    বলাগড়ের জিরাট হাটতলা এলাকার বাসিন্দা ভানু মালিক। দিনমজুর পরিবারের সদস্য পাঁচজন। দুদিন ধরে হঠাৎ বৃষ্টি সঙ্গে দমকা হাওয়ার দাপট দেখা যায় বলাগড়ে। মাটির দেওয়াল টালির চালের ঘরে বসবাস ছিল তাদের। বুধবার রাত সারে নটা নাগাদ খাওয়া দাওয়া করে ঘুমোতে যাবেন এমন সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘর। প্রতিবেশী অনিল বৈরাগ্য বলেন, 'কুকুরকে খেতে দিচ্ছিলাম একটা আওয়াজ শুনতে পাই। দেখি মালিকদের ঘরটা ভেঙে পড়ছে। চিৎকার চেঁচামেচি শুরু করি। পাড়ার লোকজন বেরিয়ে পরে। সবাই মিলে টালি সরিয়ে ওদের বের করি।'ভানু মালিক বলেন, 'অল্পের জন্য প্রাণে বেঁচেছি। পাড়ার লোকজন উদ্ধার করে। স্ত্রীর পা ভেঙে যায়। পঞ্চায়েতের লোকজন এসেছিল। বলেছে ত্রিপল দেবে।'জিরাট পঞ্চায়েত প্রধান তপন দাস বলেন, 'আমি নিজে গিয়ে দেখে এসেছি। ছবি তুলে নিয়েছি। ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের সঙ্গে কথা হয়েছে। পঞ্চায়েতের এক্তিয়ারে যা পরে সেইমত সাহায্য করা হবে পরিবারটিকে। আবাস যোজনার বাড়ির টাকা আটকে থাকায় এই রকম গরীব পরিবার গুলোকে ঘর দেওয়া যাচ্ছে না।'
  • Link to this news (২৪ ঘন্টা)