জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএস অফিসারকে উদ্দেশ করে ‘খালিস্তানি’ মন্তব্য। রাজপথে প্রতিবাদে শিখ সমাজ। বিজেপির সদর দফতরের নাগাড়ে ধরনা। এমনকী এর প্রতিবাদে ট্যুইট করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, রাহুলদের। পাগড়ির অপমান বরদাস্ত করা নয়। শুভেন্দুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে তাই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে স্মারকলিপি জমা দিল শিখ সম্প্রদায়।
বৃহস্পতিবার দুপুরে শিখ সম্প্রদায়ের সাত সদস্যের প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেয়। দোষীদের বিরুদ্ধে রাজ্যপালকে উপযুক্ত পদক্ষেপের আর্জি জানিয়েছে শিখ প্রতিনিধিদল। তাঁদের আর্জি, শিখ সম্প্রদায়ের অবমাননা নিয়ে পদক্ষেপ করুন রাজ্যের সাংবিধানিক প্রধান। জানা গিয়েছে, বড় বাজার গুরুদুয়ারা, সান্ত কুটিয়া গুরুদুয়ারা, ডানলপ গুরু দুয়ারা, রাশবিহারি গুরু দুয়ারা এবং গড়চা গুরু দুয়ারার প্রতিনিধিরা গিয়েছিলেন রাজভবনে।খালিস্তানি মন্তব্যের প্রেক্ষিতে শিখ সম্প্রদায়ের ভাবাবেগ আঘাত পেয়েছে বলেও উল্লেখ করেন তাঁরা। তবে যে হেতু বিষয়টি রাজ্যের এক্তিয়ারভুক্ত, তা-ই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি লিখবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। প্রতিনিধিদল দলটি এ-ও জানায় যে, রাজ্যপাল তাঁদের রাজভবনের জমিতে পঞ্জাবি বাগ তৈরি করার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার থেকেই তাঁরা টানা বিক্ষোভ অবস্থান শুরু করেছেন বঙ্গ বিজেপির পুরাতন রাজ্য কার্যালয় ৬ নম্বর মুরলী ধর সেন লেনের দফতরের সামনে। এদিন সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুলও দাহ করা হয়।প্রসঙ্গত, সেদিন সন্দেশখালি যাওয়া মুখে বাধা পায় শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতৃত্ব। কর্তব্যরত শিখ আইপিএস অফিসার যশপ্রীত সিংকে উদ্দেশ্য করে খালিস্তানি মন্তব্য করা হয়। এই মন্তব্য থেকেই সূত্রপাত বিতর্কের।