Shahjahan Freedom Fighter Poster: উত্তাল সন্দেশখালি। টানা প্রায় ৪৯ দিন ধরে বেপাত্তা সন্দেশখালির ‘বাদশা’ শেখ শাহজাহান। তার টিকি খুঁজে পাচ্ছে না বাংলার পুলিশ। শাহজাহানের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে গ্রামবাসীদের একটা বড় অংশ। ডিজি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। এসবের মধ্যেই আলিপুরদুয়ারজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর পোস্টার। সন্দেশখালি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে আখ্যা দিয়ে পোস্টার পড়ে কলেজ হল্ট এলাকার কংগ্রেসের পার্টি অফিসের সামনে। তাঁকে স্যালুট পর্যন্ত জানানো হয়েছে। পোস্টার পড়েছে ‘সুশীল নাগরিকবৃন্দ’র তরফে। এই পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায় শহরজুড়ে।