• Manipur High Court: যে নির্দেশ ঘিরে পার্বত্য রাজ্যে অসংখ্য প্রাণহানি, সেটাই প্রত্যাহার মণিপুর হাইকোর্টের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • Manipur Meitei:

    মণিপুর হাইকোর্ট ২০২৩ সালের মার্চের একটি আদেশ থেকে একটি অনুচ্ছেদ মুছে ফেলার নির্দেশ দিয়েছে। ওই অনুচ্ছেদে মণিপুর রাজ্যে তফসিলি উপজাতি সম্প্রদায়ের তালিকায় মেইতেই সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অবস্থানের সঙ্গে মানানসই ছিল না। ২০২৩ সালের ২৭ মার্চের সেই নির্দেশের জেরেই উত্তপ্ত হয়ে উঠেছিল পার্বত্য রাজ্য। জাতিগত হিংসায় ২০০ জনেরও বেশি প্রাণ হারিয়েছিলেন। বুধবার এক পর্যালোচনা পিটিশনের শুনানির সময় বিচারপতি গোলমেই গাইফুলশিলুর সিঙ্গল বেঞ্চ, নির্দেশটি প্রত্যাহার করেছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)