Virat Kohli Second son: কোহলির ছেলের জন্ম লন্ডনে! তাহলে কি ভারতের নাগরিক হবে না পুঁচকে অকায়?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
Virat Kohli becomes father of baby boy:
সম্প্রতি তারকা দম্পতি বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান হয়েছে। ছেলের নাম অকায়। ছেলের জন্ম নিয়ে কোহলি দম্পতি বিশেষ গোপনীয়তা বজায় রেখেছিল। শেষ পর্যন্ত জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্কার ছেলে হয়েছে, লন্ডনে। আর, তাতেই প্রশ্ন উঠছে, ইংল্যান্ডে জন্মানো ওই শিশুপুত্র আইনমাফিক কোন দেশের নাগরিক হবে?