Mithun Chakraborty: মিঠুনের থেকেই ঠিকঠাক টাকা পেতেন, কী এমন কাজ করতেন জাতীয় পুরস্কার জয়ী মধুর?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
মিঠুন চক্রবর্তীর ভক্তদের আনন্দের জন্য, চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর বৃহস্পতিবার ‘শাস্ত্রী’ চলচ্চিত্রের সেট থেকে প্রবীণ অভিনেতার সাথে একটি ভিডিও পোস্ট করেছেন। অভিনেতা, যিনি সম্প্রতি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, তাকে যথেষ্ট সুস্থ লাগছিল। ভিডিওটি শুরু হয় মধুরের কথায়, বলেন…”আমি শাস্ত্রীর সেটে কলকাতায় আছি, এবং আমি মহান মিঠুন চক্রবর্তীর এর সাথে আছি।