Bypass Red Sea: রক্তাক্ত আরবভূমি! ভারতের মুন্দ্রা বন্দরের সাহায্যপ্রার্থী ইজরায়েল
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
Israel-Red Sea & Mundra port:
প্যালেস্তাইন ইস্যুতে আরবভূমিতে রক্তপাত আরও ছড়িয়ে পড়েছে। হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইজরায়েলি জাহাজগুলোর ওপর হামলা চালাচ্ছে। তার জেরে ইজরায়েলের পরিবহণমন্ত্রী মিরি রেগেভ সম্প্রতি গৌতম আদানির নিয়ন্ত্রণে থাকা গুজরাটের মুন্দ্রা বন্দরকে সংযুক্ত করে বাণিজ্যের একটি বিকল্প পথের কথা ঘোষণা করেছেন। এই পথে বাণিজ্য কীভাবে চলবে, কীভাবে এতে ইজরায়েলের বাণিজ্য লাভবান হবে, সম্ভাব্য ক্ষতিগুলোই বা কী, তা নিয়ে এখন চলছে বিচার-বিশ্লেষণ।