• রাহুলের যাত্রায় যোগ দেবেন অখিলেশ যাদব
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  সমাজবাদী পার্টি কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগদান করবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিলেন অখিলেশ যাদব। ইতিমধ্যেই উত্তর প্রদেশে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মধ্যে আসনরফা হয়ে গিয়েছে। ৮০ টি আসনের মধ্যে ৬৩-১৭ ভাগাভাগি করে নিয়েছে দুই দলই। আগ্রাতে যাত্রায় যোগ দিতে পারেন অখিলেশ যাদব। প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের সঙ্গে কত আসনে রফা হবে তা নিয়ে বেশ খানিকটা জট তৈরি হয়েছিল। তবে শেষবেলায় এসে আসনরফা চূড়ান্ত করেছে দুই দলই। কংগ্রেসের যাত্রার এটি দ্বিতীয় মাস। ইন্ডিয়া জোট বড় ধাক্কা খায় যখন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গলায় উল্টো সুর শোনা গিয়েছিল। এরপর ইন্ডিয়া জোটের ভবিষ্যত নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে। তবে আপ এবং সমাজবাদী পার্টির সঙ্গে আসনরফা করে কিছুটা হলেও ধাক্কা সামলেছে ইন্ডিয়া জোট। সবমিলিয়ে চলতি সপ্তাহ ইন্ডিয়া জোট বেশ শক্তি জমি পেল বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। 
  • Link to this news (আজকাল)