• আমূলকে বিশ্বের এক নম্বর হওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন মোদি ...
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্কঃ আমূলকে বিশ্বের সেরা হয়ে ওঠার লক্ষ্য মাত্রা বেঁধে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে বিশ্বের অষ্টম স্থানে রয়েছে আমূল কোম্পানি। বৃহস্পতিবার নরেন্দ্র মোদি, আমূল কোম্পানিকে বিশ্বের এক নম্বর ডেয়ারি কোম্পানি হওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের সুবর্ণ জয়ন্তীতে এদিন বক্তৃতা দেন দেশের প্রধানমন্ত্রী। তিনি বলনে, বিশ্বব্যাপী ডেয়ারি খাতে বার্ষিক ২ শতাংশ হারে বৃদ্ধি হলেও, সেখানে ভারতবর্ষের বৃদ্ধির হার ৬ শতাংশ। সেখানেই তিনি বলেন, অষ্টম স্থান থেকে আমূলকে উঠে আস্তে হবে প্রথম স্থানে। সরকার সমস্তরকম সহায়তা দেবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, বহু ডেয়ারি সংস্থা তৈরি হলেও, সেগুলির কোনওটি আমূলের মতো হয়ে উঠতে পারেনি। দেশে ডেয়ারি খাতের মেরুদন্ড হিসেবে নারীশক্তির কথাও তুলে ধরেন তিনি এদিন।
  • Link to this news (আজকাল)