• ধুন্ধুমার সন্দেশখালি থানায়, সুকান্ত মজুমদারকে টেনে হিঁচড়ে অবস্থান থেকে তুলল পুলিশ...
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই মর্মে বৃহস্পতিবার সন্দেশখালি থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন সুকান্ত মজুমদার। ঘন্টা দুয়েকের মধ্যেই তাঁকে টেনে হিঁচড়ে তুলে দিল পুলিশ। ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের বোটে করে তাঁকে নিয়ে আসা হয় ফেরিঘাটে। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে এখনও কিছু নিশ্চিত করে যায়নি। সুকান্ত বলেন, "পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে জানি না, দেখা যাক। আমায় পুলিশ গ্রেপ্তার করেছিল। লঞ্চে থাকাকালীন বন্ডে জামিন সই করিয়েছে। শেখ শাহজাহানের গ্রেপ্তারির ব্যাপারে পুলিশ এত সক্রিয় নয়। আমার নিরাপত্তারক্ষীর জামা ছিঁড়ে দিয়েছে পুলিশ।" এদিন সন্দেশখালিতে বিজেপি নেতা বিকাশ সিংয়ের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেখান থেকে বেরিয়ে সন্দেশখালি থানায় যান তিনি। তাঁর দাবি ছিল, যতক্ষণ না শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ তিনি অবস্থানে বসবেন। তাঁর অবস্থান বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় সন্দেশখালি থানা চত্বরে। অবশেষে তাঁকে অবস্থান থেকে তুলে দিল পুলিশ।
  • Link to this news (আজকাল)