• জোড়া কর্মসূচি নিয়ে অবশেষে সন্দেশখালিতে সুকান্ত মজুমদার...
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের সন্দেশখালিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তিনি দেখা করবেন ধৃত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে। সন্দেশখালি যাওয়ার ঠিক আগে ধামাখালিতে ফের আটকানো হয় সুকান্তকে। সেখানে বিজেপি কর্মীদের আটকায় পুলিশ। পুলিশের বক্তব্য, শুধুমাত্র সুকান্ত মজুমদার তাঁর নিরাপত্তারক্ষীদের নিয়ে যেতে পারবেন। সুকান্ত পাল্টা জানান, পার্টির একটা নিয়ম আছে। শুধুমাত্র, রাজ্য সভাপতি এভাবে এক যেতে পারেন না। সঙ্গে অন্তত জেলা সভাপতিকে যেতে দেওয়া হোক। পুলিশ জানিয়েছে, বিকাশ সিংয়ের বাড়ির এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। বিকাশবাবুর পরিবারের কাউকে সন্দেশখালি ঘাটে আসতে বলা হোক। তারপর সুকান্ত মজুমদার গিয়ে দেখা করে আসুন। জানানো হয়, জেলা সভাপতিকে অন্তত পাঠাতে হবে সুকান্ত মজুমদারের সঙ্গে। তাতেও পুলিশ রাজি হয়নি। শেষ পর্যন্ত পুলিশের কথা মেনে শুধুমাত্র নিরাপত্তারক্ষীদের নিয়েই সন্দেশখালি পৌঁছেছেন সুকান্ত মজুমদার। উল্লেখ্য, বৃহস্পতিবার বসিরহাট উপসংশোধনাগারে ধৃত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত। প্রথমে তাঁকে জেলে ঢুকতে বাধা দেওয়া হয়। জেলের বাইরেই অবস্থান বিক্ষোভে বসে পড়ে বিজেপি। কিছুক্ষণ পর তাঁকে অনুমতি দেওয়া হয়। ভেতরে গিয়ে তিনি ধৃত কর্মীদের সঙ্গে দেখা করেন। বেরিয়ে সুকান্ত জানান, তিনি সন্দেশখালি যাচ্ছেন। সন্দেশখালির ঘটনায় বিজেপির মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দলের প্রাক্তন জেলা সভাপতি বিকাশ সিং ও।
  • Link to this news (আজকাল)