• বেজে গেল যুদ্ধের দামামা, রইল নাইটদের সূচি, ইডেনে নীতীশরা কবে নামছেন'
    ২৪ ঘন্টা | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক্ষার অবসান। আইপিএলের (IPL 2024) ঢাকে কাঠি পড়ে গেল। চলে এল ক্রোড়পতি লিগের দিনক্ষণ। চব্বিশের আইপিএল শুরু হতে চলেছে ২২ মার্চ থেকে। চলবে ৭ এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার সন্ধ্য়ায় বিসিসিআই আইপিএলের প্রথম দুই সপ্তাহের নির্ঘণ্ট দিয়েছে। ১০ শহর জুড়ে ২১ ম্য়াচের সূচি ঘোষণা করা হয়েছে। প্রতি দল ন্যূনতম তিন ম্য়াচ ও সর্বোচ্চ পাঁচটি করে ম্য়াচ খেলবে। এখন প্রশ্ন কেন পুরো সূচি দেওয়া হল না? কারণ একটাই- চলতি বছরই রয়েছে লোকসভা নির্বাচন (General Elections 2024)। সেই দিনক্ষণ এখনও ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। ভোটের দিন জানতে পারলেই বিসিসিআই বাকি সূচি ঘোষণা করে দেবে। সপ্তদশ আইপিএলের প্রথম ম্য়াচে মাঠে নামছে গতবারের ও সর্বোচ্চ পাঁচবারের চ্য়াম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তাদের প্রতিপক্ষ ফাফ দু প্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। যার মানে এমএস ধোনি বনাম বিরাট কোহলি দ্বৈরথে আইপিএলের পর্দা উঠছে। খেলা হবে ধোনিদের ঘরের মাঠ চেন্নাইয়ের চিপকে অবস্থিত এমএ চিদম্বরম স্টেডিয়ামে। প্রথম সপ্তাহে কিন্তু আইপিএল ফ্য়ানদের দু'বার দ্বিগুণ বিনোদন থাকছে। অর্থাৎ ডাবল হেডার (একই দিনে দুপুর-সন্ধ্য়া মিলিয়ে দুই ম্য়াচ) রয়েছে দু'টি।এবার আসা যাক কেকেআরের কথায়। ২৩ মার্চ নীতীশ রানাদের প্রথম ম্য়াচ। শুরুটাই হচ্ছে ইডেন গার্ডেন্সে। প্রতিপক্ষ আইদেন মারক্রমের সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআর দ্বিতীয় ম্য়াচ খেলতে বেঙ্গালুরু উড়ে যাবে। ২৯ মার্চ কেকেআর বনাম আরসিবি। প্রথম পর্বে কেকেআরের তৃতীয় তথা শেষ ম্য়াচ ৩ এপ্রিল। বিশাখাপত্তনমে কেকেআর খেলবে ঋষভ পন্থের দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে। ২০০৯ ও ২০১৪ সালে লোকসভা নির্বাচনরে জন্য় আইপিএল পাড়ি জমিয়েছিল বিদেশে। ২০০৯ সালে পুরো আইপিএলই হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালে আবার টুর্নামেন্টের শুরুর দিকটা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। বাকিটা হয়েছিল ভারতে। বিসিসিআই ভীষণ ভাবে ভারতেই আইপিএল আয়োজন করার চেষ্টায় রয়েছে। টুর্নামেন্টটি যাতে সম্পূর্ণ ভাবে দেশে হয়, তা নিশ্চিত করতে বোর্ড সমস্ত কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত কথা বলছে।'দুবাইয়ে আইপিএল মিনি নিলামে, প্রথমে দর্শকের আসনেই বসেছিল কেকেআর। আগুনে নিলামযুদ্ধে ভেঙ্কি মাইসোর অ্যান্ড কোংয়ের নিস্ক্রিয়তা দেখে, সোশ্যাল মিডিয়ায় একাধিক নেটাগরিকরা প্রশ্ন তুলেছিলেন যে, কেকেআর কী করতে গিয়েছে! তবে সময় গড়ানোর সঙ্গেই কেকেআর আড়মোড়া ভেঙে ওঠে। ধীরে ধীরে দল গোছায়। শুধু দল গোছানোই নয়, একেবারে ইতিহাস লিখে ফেলে কলকাতা। মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় নেয় শাহরুখ খানের। অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপ জয়ী মহাতারকা পেসার হয়ে যান আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। ৩২ কোটি ৭০ লক্ষ টাকা নিয়ে নিলামে নামে দল, তারা একজনের জন্য়ই খরচ করে ফেলেছে ২৪ কোটি টাকার উপর! নিলামে কেকেআর নিয়েছে-মিচেল স্টার্ক (২৪ কোটি ৭৫ লক্ষ), কেএস ভারত (৫০ লক্ষ), চেতন সাকারিয়া (৫০ লক্ষ), অঙ্গকৃষ রঘুবংশী (২০ লক্ষ), রমনদীপ সিং (২০ লক্ষ), শেরফানে রাদারফোর্ড (১.৫ কোটি), মণীশ পাণ্ডে (৫০ লক্ষ), মুজিব উর রহমান (২ কোটি), গাস অ্য়াটকিনসন (১ কোটি) ও সাকিব হুসেইনকে (২০ লক্ষ)।
  • Link to this news (২৪ ঘন্টা)