• ভীম একাদশীর মেলায় 'সিংহে'র থাবায় শিশুর মৃত্যু!
    ২৪ ঘন্টা | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভীম একাদশীর মেলায় ভেঙে পড়ল সিংহের মূর্তি! প্রাণ গেল শিশু। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে  ভূপতিনগরে। এলাকায় শোকে ছায়া। 

    একটা শুক্ল পক্ষে, আর একটি কৃষ্ণ পক্ষে। প্রত্যেক মাসে দুটি করে একাদশী তিথি পড়ে। মাঘ মাসের শুক্লা পক্ষে একাদশী তিথিটিকে ভীম-একাদশী নামে পরিচিত। কেন? পুরাণ মতে, ভীমকে একটি নির্জলা একাদশী পালনের পরামর্শ দিয়েছিলেন ব্যাসদেব। সেই পরামর্শ মেনে মাঘ মাসের শুক্লা পক্ষে এই একাদশী তিথিটিতেই বেছে নিয়েছিলেন পঞ্জপাণ্ডবের দ্বিতীয় জন। দক্ষিণবঙ্গে এই ভীম একাদশী অত্য়ন্ত জনপ্রিয়। বিভিন্ন জেলায় মেলা বসে। ব্যতিক্রম নয় পূর্ব মেদিনীপুরও। ভূপতি নগর থানার পূর্বচক গ্রামের মেলায় তখন হরি লুঠ চলছি। বাতাস নেওয়ার জন্য ভিড় করেছিল শিশুরা। কালীমন্দিরের মাথায় ছিল সিমেন্ট তৈরি মূর্তি সিংহ মূর্তি। দমকা হাওয়ায় সেই মূর্তি ভেঙে পড়ে এক শিশুর উপর। হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
  • Link to this news (২৪ ঘন্টা)