• যোগীর উত্তরপ্রদেশে মডেল, 'দেখে নেব ওদের...' হুমকি সুকান্তের!
    ২৪ ঘন্টা | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় যোগীর উত্তরপ্রদেশ মডেল!কীভাবে?  '২৬শে বিজেপির সরকার এলে যোগীজির কায়দায় সবকটাকে শিক্ষা দেব। লিখে রাখুন'। ফের ফের বুলডোজার আর এনকাউন্টারের হুমকি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    ঘটনাটি ঠিক কী? সন্দেশখালিতে সুকান্ত মজুমদার। এদিন প্রথমে বসিরহাট উপ সংশোধানাগারে ধৃত বিজেপি কর্মী বিকাশ সিংয়ের সঙ্গে দেখা করেন তিনি। সংশোধানাগার থেকে বেরিয়ে রওনা দেন সন্দেশখালি উদ্দেশ্যে। কিন্তু ধামাখালিতে বিজেপি রাজ্য সভাপতিকে আটকায় পুলিস। বলা হয়, দল বেঁধে সন্দেশখালি যাওয়া যাবে না। পরে অবশ্য় অনুমতি দেওয়া হয়।এদিকে সন্দেশখালি পৌঁছনোর পর যখন থানায় যান সুকান্ত, তখন ফের তাঁকে পুলিস বাধা দেয় বলে অভিযোগ। প্রতিবাদে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন বালুরঘাটের সাংসদ। জানিয়ে দেন, শাহজাহান শেখ গ্রেফতার না হওয়া পর্যন্ত তিনি অবস্থান চালিয়ে যাবেন। প্রয়োজনে রাতভর বিক্ষোভ চলবে।শেষপর্যন্ত জোর করে অবস্থান তুলে দেয় পুলিস। আটক করা হয় সুকান্তকে।এর আগে,  ১৪ ফেব্রুয়ারি টাকি থেকে সন্দেশখালিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সুকান্ত। সেদিন সকালে পুলিসের চোখে ধুলো দিয়ে পৌঁছে গিয়েছিলেন ইছামতীর ঘাটে। এরপর পুলিস যখন তুলে আনার চেষ্টা করে, তখন গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত। নামার সময়ে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন।
  • Link to this news (২৪ ঘন্টা)