বছরভর দিঘায় পর্যটকদের ভিড় থাকে। বিশেষ করে ছুটির মরশুমে বাংলার এই সৈকত নগরীতে তিল ধারণের জায়গা থাকে না। তবে দিঘা (Digha) বেড়াতে গিয়ে নানা সময়ে বেশ কিছু অভিযোগও সামনে আনেন পর্যটকদের (Tourists) একাংশ। রাজ্য সরকার দিঘার সার্বিক উন্নয়নে গত কয়েক বছরে যুগান্তকারী বদল এনেছে। তবে এখনও দিঘায় পর্যটকদের সুরক্ষা নিয়ে কখন কখনও প্রশ্ন উঠে যায়। দিঘায় পর্যটকের স্বার্থেই তাই দারুণ এক তৎপরতা নিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।