old woman: ‘মরা’ মানুষ হেঁটে এল কী করে!’ তাজ্জব কান্ডে চোখ ছানাবড়া!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
old woman:
তাজ্জব কাণ্ডে অবাক প্রত্যেকে। কীভাবে এঘটনা ঘটেছে তা বুঝে উঠতেই বেগ পেতে হচ্ছিল অনেককে। তবে মস্ত ভুল যে একটা হয়েছে তা বুঝতে দেরি হয়নি সরকারি অফিসের আধিকারিক থেকে শুরু করে অন্য কর্মীদেরও। তবুও ভুল শোধরাতে অসহায় বৃদ্ধাকে তাঁরা কোনও আশ্বাস দেননি বলেই দাবি। এমনকী ৮০ বছর পেরনো এক বৃদ্ধার এমন করুণ পরিস্থিতি শুনেও খোদ সরকারি অফিসের অনেকে নাকি বিষয়টি নিয়ে ঠাট্টা-তামাশা পর্যন্ত করেছেন বলে ওই বৃদ্ধার দাবি।