• আবার বছর ৫০ পরে, সোনার কেল্লার ‘মুকুল’ ফিরল নিজের পাড়ায়, সঙ্গী তোপসে আর জুনিয়র রায়
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • Sonar Kella 50 Year:

    ১৯৭১ সালে প্রকাশিত গোয়েন্দা গল্প, বড় পর্দায় ছবি হিসেবে মুক্তি পেল। ফেলুদাকে প্রথম বার বড় পর্দায় দেখা গেল। তাক লাগালেন সৌমিত্র চট্টোপাধ্যায়। নিয়ে এলেন সত্যজিৎ রায়

    Satyajit Roy )। শুধু ফেলুদাই নন সঙ্গে তোপসে, লালমোহন বাবু, সিধু জ্যাঠা আর ছোট্ট মুকুল। এক জাতিস্মরের পূর্ব জন্মের কথা মনে পড়ে যাওয়ায় তার উপর কী কী বিপদ এসে পড়ে এ ছবির গল্পে সেই কথাই উঠে‌ আসে। আর ফেলু মিত্তির? তার তীক্ষ্ণ মগজাস্ত্রের সাহায্যে কি সুন্দর ভাবে সেই রহস্যের সমাধান করে ফেলেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)