রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই তাঁকে অধিনায়ক করায় জলঘোলা হয়েছিল। দলে দলে মুম্বই সমর্থক দলের সোশ্যাল মিডিয়া আনফলো করে দিয়েছিলেন। যা দেখিয়ে তাঁরা বোঝাতে চেয়েছিলেন, মুম্বইয়ের সিদ্ধান্তে তাঁরা না-খুশ। রোহিতকে সরিয়ে যাঁকে মুম্বই এবার তাদের অধিনায়ক বানিয়েছে, সেই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ওপর কিন্তু, শুধু মুম্বই নয়। চটে আছেন গুজরান টাইটানস (জিটি) সমর্থকরাও।