Farmers’ protest: কৃষক আন্দোলনে ভারতের সঙ্গে গ্রিসের মিল খুঁজে পেলেন মিৎসোটাকিস, কী বললেন?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি গ্যারান্টি দাবি করে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে। ইতিমধ্যেই দশদিন অতিক্রান্ত হয়ে গিয়েছে প্রতিবাদের। চার বার কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসেও মেলেনি কোন সমাধানসূত্র। কেন্দ্রের তরফে কৃষকদের ফের আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। তবে ২২-বছর-বয়সী কৃষক শুভকরন সিং-এর মৃত্যু , আন্দোলনকে এক অন্যরূপ দিয়েছে।