Satya Pal Malik On Modi: ‘মুখ বন্ধ করতে এজেন্সিকে কাজে লাগাচ্ছে মোদী সরকার’, হাসপাতালে শুইয়ে ক্ষোভ প্রাক্তন রাজ্যপালের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
মোদী সরকারের সমালোচনা করার জন্যই ইডি-সিবিআইকে দিয়ে আমাকে ভয় দেখানো হচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে মোদী সরকারের বিরুদ্ধে গতকালের সিবিআই হানা নিয়ে ক্ষোভ উগরে দেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। ২০১৮ সালের ২৩ অগস্ট থেকে ২০১৯ সালের ৩০ অক্টোবর অবধি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন তিনি। কিরু হাইড্রোপাওয়ার প্রোজেক্টে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিপ্তে গতকাল সিবিআই তার বাসস্থান সহ মোট ৩০টি স্থানে তল্লাশি চালায়। এই প্রকল্প সংক্রান্ত দুটি ফাইলে সই করার জন্য তাঁকে ৩০০ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। তারই তদন্তে নেমে তল্লাশি চালাচ্ছে সিবিআই। অতীতেও এই মামলা তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।