• কৃষক মৃত্যুর ঘটনায় ক্ষোভ পাঞ্জাবে, ২৬শে দেশজুড়ে ট্রাক্টর মার্চ কৃষকদের...
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আবু হায়াত বিশ্বাস, দিল্লি: পাঞ্জাব–হরিয়ানার খানাউরি সীমানায় তরুণ কৃষক মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছেন কৃষকরা। কৃষক মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন কর্মসূচি নিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। শুক্রবার ‘‌কালাদিবস’ পালন করবে কৃষকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করা হবে বলে জানিয়েছেন কৃষক নেতারা। বৃহস্পতিবার বিকেলে চণ্ডীগড়ে এসকেএমের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি দেশজুড়ে পথে নামবে লাখো কৃষক। রাজ্য সড়ক ও জাতীয় সড়কে হবে ট্রাক্টর মার্চ‌। এছাড়াও দিল্লির রামলীলা ময়দানে আগামী ১৪ মার্চ কিসান–মজদুর মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। মোর্চার বক্তব্য, মোদি সরকারকে এমএসপি সহ অন্য সমস্ত দাবি মানতে হবে। এদিকে, পাঞ্জাবের ভাটিন্ডার শুভকরণ সিংয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কৃষক নেতা থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতারা। পাঞ্জাবের আপ সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আশ্বাস দিয়েছেন, কৃষক মৃত্যুর নেপথ্যে যে বা যাঁরা আছেন, তাঁদের শাস্তির বন্দোবস্ত করা হবে। অন্যদিকে কৃষক মৃত্যুর ঘটনায় হরিয়ানার পুলিশের দিকে আঙ্গুল উঠেছে। কৃষক মৃত্যুর ঘটনায় পুলিশি বর্বরতার অভিযোগ তুলে জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল। কৃষক হত্যার পর দু’‌দিনের জন্য আন্দোলন স্থগিত রাখার ঘোষণা করেছে কৃষক সংগঠনগুলি। শুক্রবার থেকে ফের আন্দোলনে নামছে তারা। শুভকরণ সিংয়ের মৃত্যু হয়েছে হরিয়ানা পুলিশের গুলিতে, এমনই অভিযোগ উঠেছে। রাজ্যসভার তৃণমূল সাংসদ সাকেত গোখলে কৃষক মৃত্যুর ঘটনায় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। খানাউরি সীমানায় কৃষক মৃত্যুর ঘটনায় একটি তথ্য অনুসন্ধানকারী দল বা (‌‌ফ্যাক্ট ফাইন্ডিং টিম‌)‌‌ গঠনেরও দাবি করেছেন তিনি। তৃণমূল সাংসদ দুই পাতার চিঠি দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনকে। কৃষকমৃত্যুর ঘটনায় দায়ী পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন সাকেত। মানবাধিকার কমিশনে পাঠানো চিঠি শেয়ার করে এক্সে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ নিয়ে অতিসক্রিয় মানবাধিকার কমিশন যে কোনও ঘটনার ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে তথ্য অনুসন্ধানকারী দল পাঠিয়ে দেয়। অথচ অবাক ব্যাপার হল, খানাউরি সীমানায় কৃষক মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ নেওয়ার নামই নেই। কৃষকের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে বুধবার রাতেই এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপি সরকারকে তিনি ‘জমিদার’ বলে তোপ দেগেছেন। মমতা বলেন, ‘জমিদারেরা সব সময়েই গরিবদের অধিকার থেকে বঞ্চিত করেন। কিন্তু কখনও এমন নির্বাচিত সরকারকে আন্দোলনকারী কৃষকদের হত্যা করতে আগে দেখিনি।’ 
  • Link to this news (আজকাল)