• সন্দেশখালিতে বাড়ল ১৪৪ ধারার মেয়াদ
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি হয়েছিল ১৪৪ ধারা। বৃহস্পতিবার পর্যন্ত সন্দেশখালির ৫ জায়গায় ওই নিয়ম জারি থাকার কথা ছিল। এসবের মাঝেই জানা গেল, শুক্রবারেও ওই ৫ জায়গা সহ সন্দেশখালির মোট ৯টি জায়গায় জারি থাকবে ১৪৪ ধারা। সূত্রের খবর, পরিস্থিতির বিচারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে ফুঁসছে সন্দেশখালি। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সুর চড়িয়েছেন গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি থাকায় বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা সন্দেশখালি প্রবেশে বাধা পান। বৃহস্পতিবার সন্দেশখালিতে গিয়ে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কয়েকঘন্টার মধ্যে পুলিশ তাঁকে সেখান থেকে তুলে দেয়। রাজ্য পুলিশের ডিজি বৃহস্পতিবার সকালে সন্দেশখালি থেকে ফিরে আসার পর, ফের উত্তপ্ত হয়েছিল এলাকা। শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে অভিযোগ জানান গ্রামবাসীরা। ভেড়ির পাশের অস্থায়ী ঘরেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
  • Link to this news (আজকাল)