• ‌শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা বঙ্গে, ভিজবে কোন কোন জেলা'‌
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। শুক্রবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় এদিন বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।এদিন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। তবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় শনিবারের পর বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও রয়েছে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা। তবে দার্জিলিংয়ে রবিরার অবধি থাকছে বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। এদিকে শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.‌৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে হাওয়া অফিস। 
  • Link to this news (আজকাল)