শুভেন্দু অধিকারী ইস্যুতে এবার খোদ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক্স (X) হ্যান্ডলে একটি দেড় মিনিটের ভিডিও (Video) পোস্ট করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ (Tmc Mp)। ওই ভিডিওটিতে নানা সময়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) করা বেশ কিছু মন্তব্য শোনা যাচ্ছে। বিরোধী দলনেতার এই মন্তব্যগুলি বিভিন্ন সময়ে তুমুল বিতর্ক তৈরি করেছিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee) এই ভিডিওটি পোস্টের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।