• Fire in Duronto Express: বাংলায় চলন্ত ট্রেনের চাকায় আগুন! দুরন্ত আতঙ্কে যাত্রীরা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • Duronto Express:

    হাওড়া দিল্লি আপ দুরন্ত এক্সপ্রেস ট্রেনে বিপত্তি। পানাগড় রেল স্টেশনে ঢোকার মুখে আচমকা যাত্রী ভর্তি বগির নিচে চাকায় আগুন লাগে। ধোঁয়া দেখতে পান বগিতে থাকা যাত্রীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড়িয়ে যায়। খবর দেওয়া হয় আরপিএফ এবং রেলের আধিকারিকদের। এরপর রেলের আধিকারিক ও আরপিএফ কর্মীরা এসে আগুন নেভায়। প্রায় ৩০ মিনিট ধরে দাঁড়িয়ে ছিল দুরন্ত এক্সপ্রেস। ৯.২০ নাগাদ আগুন লাগে বলে জানা যায়। আগুন নেভানোর পর ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)