Sandeshkhali Incident: আজও সকাল থেকে গণবিক্ষোভে উত্তপ্ত সন্দেশখালি। ফুঁসছে সন্দেশখালির বেড়মজুর। শুক্রবার সকালে প্রবল বিক্ষোভের ছবি ধরা পড়ে এই এলাকায়। তৃণমূল নেতা অজিত মাইতি ও তোয়াব মোল্লার ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত গ্রামবাসীরা। অভিযোগ, তৃণূলের দাপুটে বাহিনী ঘর দেবে বলে টাকা খেয়েছিল, ভোট দিতে গেলে হাত থেকে স্লিপ কেড়েনিত। অভিযোগ বিঘার পর বিঘা জমি দখল করে তৈরি করা হয়েছে ভেড়ি। যার জেরেই আশান্তি ছড়ায়। লাঠি, ঝাঁটা হাতে রাস্তায় নামেন মহিলারা।