• School teacher feeds the homeless: দুঃস্থের সেবায় প্রাণপাত অমরেশের, ভাই-বোন জুটির মহান কর্মকাণ্ডকে কী বিশেষ বার্তা দিলেন মহারাজ?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • ‘ধর্ম নয় কর্মই হোক তোমার আসল পরিচয়’…! কিছু মানুষ তাঁর কর্মের মধ্য দিয়ে মৃত্যুর পরেই মানুষের মধ্যে বেঁচে থাকেন। কিছু মানুষের কর্মকাণ্ড মানুষের মন ছুঁয়ে যায়। লাখো মানুষকে অনুপ্রাণিত করে। নদীয়ার স্কুল শিক্ষক অমরেশ আচার্য তাদেরই মধ্যে একজন, যিনি কোভিড কালের সময় থেকে অসহায় দুঃস্থ মানুষগুলোকে যাতে অনাহারে না ঘুমাতে হয় তার জন্য প্রাণপাত করে চলেছেন। অমরেশ এই কর্মকাণ্ডে পাশে পেয়েছেন তাঁর স্কুল শিক্ষিকা দিদি মন্দিরা আচার্যকেও। নিজের বেতনের টাকা দিয়ে এই সব অসহায় হতদরিদ্র মানুষগুলোর সেবায় প্রাণপাত করে চলেছেন এই ভাই-বোন জুটি। তাঁদের এই কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)