IND vs ENG: রোহিতকে ঘিরে ধরলেন ৯ জন সতীর্থ! চাপ দিয়ে করালেন মস্ত ভুল, মাথা চাপড়াতে হচ্ছে এখন
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
India vs England 4th Test at Ranchi:
দিনের শুরুটা হয়েছিল আকাশ দীপের ঝড় তুলে দেওয়া স্পেলে। ইংল্যান্ড ৫৭/৩ হয়ে গিয়ে ধুঁকছিল। টি ব্রেকের আগেই ইংল্যান্ড ৫ উইকেট হারিয়ে ফেলে। তবে শেষটা মোটেই সেভাবে কার্যকরী হল না। জো রুটের দুর্দান্ত শতরানে ভর করে ইংল্যান্ড দিন শেষ করল ৩০২/৭-এ। ৫ উইকেট পড়ে যাওয়ার পর বেন ফোকস-এর সঙ্গে একশোর বেশি রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন রুট। আর দিনের শেষে শতরান করে অপরাজিত থাকলেন।