• Lunar Mission: বেসরকারি সংস্থার প্রথম সফল চন্দ্রাভিযান, কী ঘটতে চলেছে চাঁদমামার দেশে?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • Lunar exploration private company:

    এতদিন মহাকাশ অভিযান মানেই, সেটা কোনও না কোনও দেশের সরকারের অর্থে। এমনটাই ধারণা ছিল সকলের। কারণ, মহাকাশ অভিযানে বিপুল অর্থ খরচ হয়। প্রচুর জিনিসপত্রের দরকার পড়ে। তা বহন করার ক্ষমতা বেসরকারি সংস্থার নেই। সেই ধারণাই এবার বদলাতে চলেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রে তৈরি একটি মহাকাশযান, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) চাঁদে অবতরণ করেছে। এই সাফল্য এল চাঁদে অ্যাপোলো অভিযানের ৫২ বছর পর। হাউস্টনের ১০ বছর বয়সি এক সংস্থা ‘ইনটুইটিভ মেশিনস’ (Intuitive Machines) তৈরি করেছে ‘ওডিসিয়াস’ নামে এই মহাকাশযান।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)