• পাকিস্তানের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন মরিয়ম
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে বিগত সাত দশকের ইতিহাসে এই প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন নওয়াজকন্যা মরিয়ম নওয়াজ। জোট গঠনের টানাপোড়েনের ইতি টেনে মঙ্গলবার মাঝরাতে সমোঝোতায় আসে সে দেশের প্রধান দুই দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। সিদ্ধান্তের পর বুধবার বৈঠকে পিএমএল-এনের সিনিয়র সহসভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়মকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করা হয়।  মনোনয়ন পেয়ে ওই দিনই ভাষণ দেন মরিয়ম। লাহোরের বক্তৃতায় পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশের পাশাপাশি দেশের গরিব-দুঃখীদের জন্য এক লক্ষ ঘর তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নেবেন মরিয়ম। মরিয়মই হবেন পাকিস্তানের সাত দশকের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। পাঞ্জাব প্রদেশের জনসংখ্যা প্রায় ১২ কোটি ৭০ লক্ষ। যাঁদের দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন তিনি। লাহোরে ভাষণে মরিয়ম তাঁর দলের পক্ষে ভোট দেওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর নেতৃত্বে পাঞ্জাব প্রদেশে নতুন যুগের সূচনা হবে বলেও আশাবাদী নওয়াজ কন্যা। পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন ইতিমধ্যে। তাতে বলেছেন, সরকার ও দলীয় পর্যায়ে কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে সে বিষয়ে তার দল ইতিমধ্যেই একটি রূপরেখা তৈরি করেছে। এদিকে শুক্রবার সকাল ১০টায় পাঞ্জাব বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। পাঞ্জাবের গভর্নর বালিগ উর রহমান এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। এই সময় ১৮তম পাঞ্জাব অ্যাসেম্বলির নবনির্বাচিত সদস্যরা প্রাদেশিক আইনসভার উদ্বোধনী অধিবেশনে শপথ নেবেন। অধিবেশনে প্রথমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করবেন আইনসভার সদস্য। তার পরেই মুখ্যমন্ত্রী এবং শপথ গ্রহণ। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন স্পিকার সিবতাইন খান। পিএমএল-এনের নির্বাচিত সদস্যদের সংসদীয় বৈঠকের একদিন পর বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনের ঘোষণা করা হয়।
  • Link to this news (আজকাল)