• বোর্ডের সেন্ট্রাল চুক্তি থেকে বাদ পড়তে পারেন ঈশান, শ্রেয়স...
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বোর্ডের শাস্তির মুখে ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার। বিসিসিআইয়ের বার্ষিক সেন্ট্রাল চুক্তি থেকে বাদ দেওয়া হতে পারে এই দুই ক্রিকেটারকে। রঞ্জি ট্রফি না খেলার শাস্তি পেতে পারেন ঈশান এবং শ্রেয়স।‌ বোর্ডের একটি সূত্র থেকে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আইপিএলের জন্য ঘরোয়া ক্রিকেট খেলেনি এই দু"জন। ফিট থাকা সত্ত্বেও বোর্ডের নির্দেশ উপেক্ষা করেন ঈশান এবং শ্রেয়স। দ্বিতীয়জন ফিট থাকা সত্ত্বেও মিথ্যে বলেন। এবার দুই অবাধ্য ক্রিকেটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে বোর্ড। বোর্ডের এক সূত্র বলেন, "নির্বাচকরা শীঘ্রই কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করবে। তারপরই ঘোষণা করা হবে। ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার সেই চুক্তি থেকে বাদ পড়তে চলেছে। বোর্ডের নির্দেশ অমান্য করে রঞ্জি খেলেনি দু"জনেই। তাতে ক্ষুব্ধ বোর্ড।" ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। বৃহস্পতিবার প্রাথমিক সূচি প্রকাশিত হয়েছে। কোটিপতি লিগের প্রস্তুতি সারছে এই দুই ক্রিকেটার। গতবছর চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। এবার যাতে সেরকম কিছু না হয়, চোটের কথা বলে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটে টেস্টের দলে নেই। মুম্বইয়ের হয়ে রঞ্জি কোয়ার্টার ফাইনালেও খেলেননি। তাতেই চটেছে বোর্ড কর্তারা। 
  • Link to this news (আজকাল)