• অভিষেকেই বাজিমাত বাংলার আকাশ দীপের, পাঁচ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড...
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অভিষেকেই তিন উইকেট। তাও আবার প্রথম স্পেলে। ইংল্যান্ডের বিরুদ্ধে স্বপ্নের অভিষেক আকাশ দীপের। রাঁচিতে যশপ্রীত বুমরার অভাব ঢেকে দিলেন বাংলার পেসার। ৭ ওভার বল করে ৩ উইকেট তুলে নেন। ধ্বংস করে দেন ইংল্যান্ডের টপ অর্ডারকে। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ভর করে চতুর্থ টেস্টে মধ্যাহ্নভোজের বিরতিতে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ১১২। বাকি দুটো উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। ক্রিজে আছেন জো রুট (১৬) এবং বেন ফোকস। শুক্র সকালে আকাশ দীপের গতি এবং ইনসুইংয়ের কাছে হার মানেন বেন ডাকেট, অলি পোপরা। পঞ্চম ওভারে ইংল্যান্ডের ওপেনারকে ফিরিয়ে দেন বাংলার পেসার। উইকেটের পেছনে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন ডাকেট (১১)। একই ওভারেই তাঁর দ্বিতীয় শিকার। এলবিডব্লিউ হন অলি পোপ। আম্পায়ার প্রথমে আউট না দিলেও, রিভিউতে ভারতের পক্ষে সিদ্ধান্ত যায়। রানের খাতাই খুলতে পারেননি পোপ।‌ কিছুক্ষণ টিকে থাকলেও শেষপর্যন্ত আকাশের বলেই বোল্ড হন জ্যাক ক্রলি। ৪২ বলে ৪২ রান করে আউট হন ইংল্যান্ডের ওপেনার। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে নজর কেড়েছিলেন আকাশ দীপ। তাই সরাসরি টেস্ট দলে ডাক পান। রাঁচি টেস্টে বুমরাকে বিশ্রাম দেওয়ায় সুযোগও মেলে। শুক্রবার সকালে রাহুল দ্রাবিড়ের হাত থেকে টুপি নেন বাংলার পেসার। হাজির ছিল তাঁর পরিবার। টুপি হাতে পেয়েই মাকে প্রণাম করেন, জড়িয়ে ধরেন ভাইকে। তারপরই নিজের জাত চেনালেন। ৭ ওভার বল করে ২৪ রানে ৩ উইকেট তুলে নেন। ৫৭ রানের মধ্যে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন জো রুট, জনি বেয়ারস্টো। চতুর্থ উইকেটে ৫২ রান যোগ করে এই জুটি। ঠিক যখন মনে হচ্ছিল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইংল্যান্ড, জুটি ভাঙেন অশ্বিন। ৩৫ বলে ৩৮ রান করে ফেরেন বেয়ারস্টো। লাঞ্চের আগে দ্রুত জোড়া উইকেট হারিয়ে আবার বিপাকে পড়ে ইংল্যান্ড। মাত্র ৩ রানে বেন স্টোকসকে ফিরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। সিরিজে টিকে থাকতে চতুর্থ টেস্ট জিততেই হবে ইংল্যান্ডকে। কিন্তু বাংলার তরুণ পেসারের ধাক্কায় শুরুতেই বেসামাল থ্রি লায়ন্সরা। 
  • Link to this news (আজকাল)