• মহারাষ্ট্রে ৩৯ টি আসনে জোট কংগ্রেসের
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে আসন রফা নিয়ে আরও একধাপ এগিয়ে গেল ইন্ডিয়া। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি-র সঙ্গে ৩৯ টি আসনে জোট করেই লড়বে কংগ্রেস। মহারাষ্ট্রে মোট আসনের সংখ্যা ৪৮। কংগ্রেস ইতিমধ্যেই উত্তর প্রদেশের ৮০ টি আসনের মধ্যে ১৭ টি আসনে কংগ্রেস লড়বে বলেই জানা গিয়েছে। অখিলেশ যাদবের সঙ্গে এই আসন রফার পরই অন্য রাজ্যে আসন রফা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে কংগ্রেস শিবির। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও ফের একবার বৈঠকে বসতে পারে কংগ্রেস শিবির। ৪২ টি আসনের মধ্যে কংগ্রেসকে কটি আসন ছাড়া হবে তা নিয়ে ইতিমধ্যেই দূরত্ব বেড়েছে তৃণমূলের সঙ্গে কংগ্রেস শিবিরের। তবে মহারাষ্ট্রে উদ্ধব শিবিরের সঙ্গে এই আসন রফা জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোটকে অনেকটাই এগিয়ে দিল বলেই মনে করছেন রাজনীতিবিদরা। 
  • Link to this news (আজকাল)