• নয়ডায় মহিলা পরিচালিত ভুয়ো কল সেন্টার, গ্রেপ্তার ৮
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নয়ডাতে মহিলা পরিচালিত ভুয়ো কল সেন্টারের হদিশ। সেখান থেকে এক মহিলা সহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর প্রদেশের এসটিএফ বিশেষ অভিযান চালিয়ে এই আটজনকে গ্রেপ্তার করে। নয়ডার একটি প্রতিষ্ঠিত এলাকা থেকে বিগত ৬ মাস ধরে এই ভুয়ো কল সেন্টারটি চলছিল। ৩০০ জন মানুষকে বোকা বানিয়ে ৩০০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। একটি ভুয়ো ফাইনান্স কোম্পানি খুলে অভিযুক্তরা এই কাজ করছিল। ধৃতদের কাছ থেকে ৫ টি মোবাইল ফোন, ১৭ টি এটিএম, তিনটি ল্যাপটপ, দুটি টেবিল, ১৩ টি সিম কার্ড, ৭৫ টি ভুয়ো কাগজ উদ্ধার করেছে এসটিএফ। বিভিন্ন ব্যক্তিকে লোন পাইয়ে দেওয়ার ছকে তাঁদের কাছ থেকে মোটা অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এই কল সেন্টারের বিরুদ্ধে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে এসটিএফ।
  • Link to this news (আজকাল)