• ১৩ মার্চের পর লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  ১৩ মার্চের পর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বর্তমানে বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষণ করছেন। নির্বাচনের আগে প্রতিবারই কমিশন এমনটা করে থাকে। এই কাজ শেষ হলেই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে বলেই সূত্রের খবর। কমিশনের দল এখন তামিলনাড়ুতে রয়েছেন। এরপর তাঁরা উত্তর প্রদেশ এবং জম্মু-কাশ্মীরে যাবেন। ১৩ মার্চের আগে সমস্ত রাজ্যে ভ্রমণ শেষ হবে কমিশনের। বিগত দুমাস ধরে কমিশনের সঙ্গে চিফ ইলেক্টোরাল অফিসারদের বৈঠক চলছে। কোন এলাকাগুলি স্পর্শকাতর তা নিয়েও চলছে আলোচনা। ইভিএম থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী এবং সীমান্তগুলির পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করছে নির্বাচন কমিশন। এবারের লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও ব্যবহার করার কথা ভাবছে কমিশন। ভোট চলাকালীন সামাজিক মাধ্যমে যাতে কোনও ধরণের ভুল তথ্য না যায় সেদিকে বিশেষ নজর দেবে কমিশন। যদি কোনও দল বা প্রার্থী নির্বাচনের নিয়মভঙ্গ করেন তবে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সামাজিক মাধ্যমগুলিকেও ব্লক করার চিন্তাভাবনা করা হয়েছে। বিশ্বের বৃহত্তর গণতন্ত্রে যাতে ভোটগ্রহণ নির্বিঘ্নে হতে পারে সেদিকে সমস্ত ব্যবস্থাই করবে নির্বাচন কমিশন। এবারই ১৮-১৯ বছরের ভোটারের সংখ্যা প্রায় ১ দশমিক ৮৫ কোটি।   
  • Link to this news (আজকাল)