• জম্মু-কাশ্মীরে ফারুখ-ওমরের মতভেদ প্রকাশ্যে, ফায়দা তুলতে মরিয়া কংগ্রেস...
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া জোট থেকে ইতিমধ্যেই সরে গিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহ। এরপরই কংগ্রেস ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে কথা বলে তাঁদেরকে ৬ টি আসনের মধ্যে তিনটি আসনের প্রস্তাব দিয়েছে কংগ্রেস। দলের সহ সভাপতি ওমর আবদুল্লাহ এবিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন। যদি কংগ্রেসের প্রস্তাবে ন্যাশনাল কনফারেন্স রাজি হয়ে যায় তবে পিডিপি-র মেহবুবা মুফতির জন্য আর কোনও জায়গা থাকবে না। প্রসঙ্গত, ফারুখ আবদুল্লাহ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তাঁর দল লোকসভা নির্বাচনে একলা লড়বে। বিজেপির সঙ্গে হাত মিলিয়েও লড়ার কথা জানিয়েছেন তিনি। যদিও তাঁর এই বক্তব্যের পর ফারুখ আবদুল্লাহর পুত্র ওমর আবদুল্লাহ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন ন্যাশনাল কনফারেন্স ইন্ডিয়া জোটের সঙ্গেই থাকবে। ২০১৯ লোকসভা নির্বাচনে তিনটি আসনে জিতেছিল ন্যাশনাল কনফারেন্স। অন্যদিকে সংবাদমাধ্যমের আরও একটি গ্রুপের দাবি পিডিপি ইন্ডিয়া জোটের সঙ্গে না থেকে একলা লড়তে চায়। তবে মেহবুবা মুফতির দল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তাঁরা ইন্ডিয়া জোটের সঙ্গে থাকতেই বদ্ধপরিকর। 
  • Link to this news (আজকাল)