• শুক্রবার দফায় দফায় উত্তপ্ত বেড়মজুর, তৃণমূল নেতার বাড়িতে হামলা গ্রামবাসীদের ...
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালির বেড়মজুড়। বৃহস্পতিবার থেকেই ফের উত্তপ্ত হয় সন্দেশখালি, শুক্রবার সকাল থেকে অগ্নিগর্ভ বেড়মজুড়। লাঠি–ঝাঁটা হাতে দলে দলে রাস্তায় নেমে পড়েন স্থানীয় মহিলারা। শাহজাহান ঘনিষ্ঠ তৈয়েব খানের মাছের ভেড়ির আলাঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত কাছাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বেড়মজুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকাতেও রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। দখল হয়ে যাওয়া জমিজমা ফেরতের পাশাপাশি শাহজাহানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। শুক্রবার গ্রামবাসীরা হামলা চালান তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে। অজিত মাইতির বক্তব্য, গ্রামবাসীরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছেন, মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন। সেখানেও পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এডিজি দক্ষিণবঙ্গ। ২৪ ঘন্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বেড়মজুড়ে শুক্রবার টহল দেন তিনি, সঙ্গেই জানিয়েছেন, আইন হাতে তুলে নিলে রেয়াত নয়, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজীব কুমার। তিনি সাফ জানান, কারও অভিযোগ থাকলে পুলিশ-প্রশাসন তার সমাধান করবে, আইন নিজের হাতে নয়। সঙ্গেই বলেন, কারও প্ররোচনায় পা দিয়ে কাজ করলে, কড়া পদক্ষেপ।  
  • Link to this news (আজকাল)