• সন্দেশখালিতে ফের রাজীব কুমার, লকেটকে আটক করে আনা হল লালবাজারে ...
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার দিনভর এলাকা টহল দিয়েছিলেন, ছিলেন রাতেও। বৃহস্পতিবার সকালেও এলাকা ঘুরে কলকাতা ফিরেছিলেন রাজ্য পুলিশের ডিজি। তিনি ফেরার পরেই ফের উত্তপ্ত হয় সন্দেশখালি। শাহজাহানের পর, তার ভাইয়ের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অগ্নিগর্ভ সন্দেশখালিতে ২৪ ঘণ্টার মধ্যেই পুনরায় গেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শুক্রবার সন্দেশখালির বেড়মজুড়ে পৌঁছে যান তিনি। পরিস্থিতি খতিয়ে দেখতে টহল দেন এলাকায়, তাঁর সঙ্গে রয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ। শুক্রবারেই সন্দেশখালিতে গিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। একই সঙ্গে এদিন বিজেপির ৭ সদস্যের মহিলা প্রতিনিধি দল সন্দেশখালি যাওয়ার মুখে বাধা পায়। বৃহস্পতিবার সদলবলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। তিনি একা গেলেও সন্দেশখালি থানার সামনে বিক্ষোভে বসেন, পরিস্থিতি উত্তপত হলে তাঁকে গ্রেপ্তার এবং পরে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। শুক্রবার সন্দেশখালি যাওয়ার পথে ভোজেরহাটে আটকানো হয় লকেট সহ বিজেপির প্রতিনিধি দলকে। উল্লেখ্য, পরিস্থিতি বিচারে সন্দেশখালির ৯ জায়গায় শুক্রবার পর্যন্ত জারি ১৪৪ ধারা। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় বিজেপির প্রতিনিধি দল। শেষ পাওয়া খবর অনুযায়ী, লকেটকে আটক করে নিয়ে আসা হয়েছে লালবাজারে।
  • Link to this news (আজকাল)