• নওশাদের আগাম জামিন মঞ্জুর আদালতে
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ৬৮ জনের বিরুদ্ধে তৃণমূল কর্মী খুনের মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় নওশাদের জামিনের আবেদন করা হয়েছিল তাঁর আইনজীবীর পক্ষ থেকে। শুক্রবার জানা গেল, মঞ্জুর হয়েছে আইএসএফ বিধায়কের আগাম জামিন। ঘটনার সূত্রপাত ২০২৩-এর জুন মাস। পঞ্চায়েত নির্বাচনের আগে এবং পরে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল ভাঙড়। অগ্নিগর্ভ পরিস্থিতি, রক্তপাত, ভাঙড়ের পরিস্থিতি উদ্বেগ জাগিয়েছিল সেই সময়ে। পঞ্চায়েত নির্বাচনের সময়ে ভাঙড়ে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী রাজু নস্কর। রাজু নস্করের জামাইয়ের অভিযোগ ছিল, মনোনয়ন জমা দিতে যাওয়ার জন্য কয়েকজনকে নিয়ে ভাঙ্গড়-২ ব্লকের দিকে যাওয়ার সময় দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হন রাজু। মৃত্যু হয় রাজু নস্করের। অভিযোগের তীর ছিল নওশাদ এবং আইএসএফ-এর দিকে। রাজু নস্কর খুনের মামলায় আগাম জামিনের আর্জির পর, শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ নওশাদের আগাম জামিন মঞ্জুর করে।
  • Link to this news (আজকাল)