• Ind vs Eng: কুঁচকি চুলকাতে চুলকাতেই নাক ডাকা শুরু! রাঁচি টেস্টে কে এই ‘রাজপুত্র’, চিনুন ভিডিওয়
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • India vs England 4th test:

    ধারাভাষ্যকে কীভাবে সরস করে তোলা যায়, শুক্রবার তার নিঁখুত নমুনা উপহার দিলেন রবি শাস্ত্রী। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, ম্যাচের পাশাপাশি সম্প্রচার মাধ্যমের ক্যামেরাবন্দি দৃশ্যগুলোকেও সরসভাবে বর্ণনা করার চেষ্টা করছেন। এর আগেই তার নমুনা বারবার দেখেছেন দর্শকরা, শুনেছেন শ্রোতারা। এবার রাঁচিতে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচেও শাস্ত্রী তাঁর সেই নিখুঁত ধারাভাষ্য উপহার দিলেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)