• Sharad Pawar: ঘড়ি চাইতেই, শরদ পাওয়ারকে শিঙা ফুঁকতে দিল কমিশন
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • NCP of Sharad Pawar and Turha:

    অবিভক্ত দলের সুপরিচিত ‘ঘড়ি’ প্রতীক ভাইপো অজিত পাওয়ারকে দিয়েছে নির্বাচন কমিশন। আর তাঁর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) দলকে কমিশন, নির্বাচনী প্রতীক হিসেবে ‘তুরহা’ বা শিঙা বরাদ্দ করেছে। অজিত পাওয়ারের দলকেই আসল এনসিপি দলের মর্যাদা দেওয়া হয়েছে। আর, তিনি অর্থাৎ শরদ পাওয়ার গোষ্ঠীর নেতৃত্বাধীন এনসিপিকে, ‘জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি- শরদচন্দ্র পাওয়ার’ নাম দেওয়া হয়েছে। যার ফলে, ঘড়ি নয়। ‘তুরহা’ই এখন শরদ পাওয়ার গোষ্ঠীর নতুন নির্বাচনী প্রতীক।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)