• রুটের শতরানে লড়াই জারি রাখল ইংল্যান্ড
    আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাঁচিতে প্রথম সেশনের শেষে মনে হয়েছিল রোহিত শর্মা, যশস্বী জয়েসওয়ালদের কিছুক্ষণ পরই ব্যাট হাতে দেখা যাবে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিলেন জো রুট। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের শতরানে লড়াইয়ে টিকে থাকল স্টোকসের দল। ২১৯ বলে একশো সম্পূর্ণ করেন। ইনিংসে ছিল ৯টি চার। দিনের শেষে ২২৬ বলে ১০৬ রানে অপরাজিত রুট। নিজের নামের সার্থকতা রাখেন। উইকেটে শিকড় গেড়ে বসেন। অন্য প্রান্তে বেন ফোকসকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১১৩ রান যোগ করেন রুট। ১২৬ বলে ৪৭ রানে আউট হন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার।‌ জুটি ভাঙেন মহম্মদ সিরাজ। এরপর অলি রবিনসনকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যান। দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ৩০২। ৩১ রানে অপরাজিত রবিনসন। দ্বিতীয় দিন সকালে দ্রুত রুটকে ফেরাতে পারলে বেশিক্ষণ স্থায়ী হবে না ইংল্যান্ডের ইনিংস। তবে শুরুর ধাক্কা সামলে যেভাবে ফিরে এল ইংল্যান্ড, যাবতীয় কৃতিত্ব দিতে হবে রুটকে। তিনিই ইংল্যান্ডের ইনিংসের চালনা করেন। প্রথম সেশনে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। অভিষেকেই তিন উইকেট নিয়ে বিপক্ষের টপ অর্ডার ভেঙে দেন আকাশ দীপ। রান পাননি বেন ডাকেট (১১), অলি পোপ (০), বেন স্টোকস (৩)। জ্যাক ক্রলি (৪২) এবং জনি বেয়ারস্টো (৩৮) শুরুটা করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। তবে দ্বিতীয় সেশনে অনবদ্য কামব্যাক ইংরেজদের। কোনও সাফল্য পায়নি ভারতীয় বোলাররা। পরপর দুটো টেস্ট হারার পরও বাজবল স্টাইলে খেলে যাওয়ার কথা জানিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। কিন্তু প্রথম সেশনে মাত্র ১১২ রানে ৫ উইকেট হারানোর পর বাজবলে বিরতি দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরে ইংল্যান্ড। দ্বিতীয় সেশনে মন্থর ব্যাটিং করেন জো রুট এবং বেন ফোকস। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে অন্যতম সেরা টেস্ট ব্যাটার বলা হয়। আক্রমনাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করেন না। কিন্তু দলের সঙ্গে তাল মিলিয়ে বাজবল ক্রিকেট খেলতে গিয়ে অল্প রানের মধ্যে আউট হয়ে যাচ্ছিলেন। দীর্ঘদিন পর আবার নিজের চেনা ছন্দে ফিরলেন রুট। চায়ের বিরতিতে ১৫৪ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন। উইকেটের অন্য প্রান্তে ১০৮ বলে ২৮ রানে ব্যাট করছিলেন ফোকস। দু"জনেই স্টোকসদের লড়াই করার মতো জায়গায় নিয়ে গেল। তিন উইকেট নেন আকাশ দীপ, জোড়া উইকেট মহম্মদ সিরাজের।  
  • Link to this news (আজকাল)