• আরও এক প্রতিবাদী কৃষকের মৃত্যু, পরিবারকে চাকরির দাবি
    আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরও এক প্রতিবাদী কৃষকের মৃত্যু। এই নিয়ে কৃষক মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৪। মৃত কৃষকের নাম দর্শন সিং। বাড়ি ভাটিন্ডা জেলার অমরগড় গ্রামে। বাষট্টি বছরের এই কৃষক ১৩ ফেব্রুয়ারি থেকে আন্দোলনে সামিল ছিলেন। পাঞ্জাব কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতা সারওয়ান সিং পান্ধের বলেন, হার্ট অ্যাটাকের ফলেই মৃত্যু হয়েছে ওই কৃষকের। মৃত কৃষকের পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন পান্ধের। আগের তিনজনের মত দর্শন সিংয়ের পরিবারকেও ৫ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকার পক্ষের বেশ কয়েকটি বৈঠক হয়েছে। তবে প্রতিটি বৈঠকই নিস্ফলা। কৃষকদের দাবি এমএসপি সঠিক না হলে তাঁদের পক্ষে দিন গুজরান করা কষ্টকর হয়ে পড়ছে। তাই দাবি মানা না পর্যন্ত তাঁরা আন্দোলনের পথ থেকে সরবেন না। 
  • Link to this news (আজকাল)