• রাজীব কুমার ফিরতেই উত্তপ্ত সন্দেশখালি, গাছের গুঁড়ি দিয়ে পুলিশের পথ আটকালেন গ্রামবাসীরা ...
    আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। শুক্রবার সন্দেশখালির বেড়মজুড়ে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল নেতার বাড়িতে গ্রামবাসীদের হামলার ঘটনাও ঘটে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন এডিজি দক্ষিণবঙ্গ। ২৪ ঘন্টার মাথায় পরিস্থিতি বিচারে সেখানে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বার্তা দেন, আইন হাতে তুলে নিলে কঠোর পদক্ষেপ গ্রহণের। ডিজি ফিরতেই পুনরায় উত্তপ্ত হয় সন্দেশখালি। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অভিযোগ, পুলিশ স্থানীয়দের, এমনকি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদেরও আটক করে। শুক্রবার দুপুরে মহিলারা লাঠি-ঝাঁটা নিয়ে রাস্তায় প্রতিবাদ দেখাতে নেমে পড়ন। অভিযোগ, স্বামী-ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পুলিশকে বাধা দেওয়া হয়। মহিলারা প্রতিবাদ দেখাতে রাস্তায় বসে পড়েন, রাস্তায় শুয়েও বিক্ষোভ দেখান। গ্রামবাসীরা রাস্তার মাঝে গাছের ডাল জড়ো করে আগুন জ্বালিয়ে দেন।
  • Link to this news (আজকাল)