এখনও অধরা শেখ শাহজাহান। সম্প্রতি তার ভাই সিরাজউদ্দিনকে নিয়েও দ্বীপাঞ্চলের জনরোষ বিপুলভাবে বেড়েছে। সব মিলিয়ে অশান্ত সন্দেশখালিতে ক্ষোভের আগুন যেন নিভছেই না। পরিস্থিতি এমনই য়ে বাচ্চাদের নিয়ে ঘরে থাকতেও আশঙ্কায় ভুগছেন বাবা-মায়েরাষ। লাটে উটেছে লেখাপড়া। আর তাই বাধ্য হয়েই বাচ্চাদের সুরক্ষিত রাখতে কঠিন এক সিদ্ধান্ত নিয়েছেন সন্দেশখালির বেশ কয়েকটি পরিবার।