• নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইলন মাস্ক
    আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন ইলন মাস্ক। বাক স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেওয়ায় মাস্কের নাম মনোনীত করেছেন নরওয়ের সাংসদ মারিয়াস নিলসেন। তিনি জানিয়েছেন, সারা বিশ্বে আলোচনা ও মুক্তচিন্তার জন্য লড়াই করছেন মাস্ক। সারা বিশ্ব যখন বিভিন্ন মতে বিভক্ত হয়ে গিয়েছে, তখন তিনি বাক স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সময় স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে ইউক্রেনকে সাহায্য করেছেন মাস্ক। তাঁর সাহায্যেই যোগাযোগ এবং সমন্বয় রক্ষা করে রাশিয়ার আক্রমণের পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন। মাস্ক যে প্রযুক্তি সংক্রান্ত সংস্থা তৈরি করেছেন বা অধিগ্রহণ করেছেন, তা সমাজের উন্নতি, বিশ্ব ও মহাবিশ্ব সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং সারা বিশ্বে সংযোগ গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করেছে।
  • Link to this news (আজকাল)