• স্থানীয়দের অভিযোগ শুনবে পুলিশ, বেড়মজুরে পুলিশের অস্থায়ী ক্যাম্প ...
    আজকাল | ২৪ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তপ্ত সন্দেশখালি। শুক্রবার দফায় দফায় উত্তপ্ত হয়েছে বেড়মজুর সহ একাধিক এলাকা। নতুন করে ১৪৪ ধারা জারি করতে হয়েছে প্রশাসনকে। এবার স্থানীয়দের অভিযোগ শোনার জন্য সন্দেশখালির বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প করার সিদ্ধান্ত নিল প্রশাসন। আপাতত বেড়মজুর এলাকার কাঠপোলে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। অন্যান্য এলাকাতেও খুব শীঘ্রই পুলিশের অস্থায়ী ক্যাম্প চালু হবে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, এলাকাভিত্তিক ক্যাম্পগুলিতে স্থানীয়দের অভিযোগ শুনবে পুলিশ। যে কোনও ধরনের অভিযোগ জানানো যাবে। তার উপর ভিত্তি করে ব্যবস্থা নেবে পুলিশ। জানা গেছে প্রতিটি ক্যাম্পে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ছাড়াও থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরা। তবে একসঙ্গে অনেকে না এসে ২–৩ জন করে এসে অভিযোগ জানানোর জন্য আবেদন জানিয়েছে পুলিশ। আপাতত শনিবার থেকে বেড়মজুর এলাকায় শুরু হল এই অস্থায়ী ক্যাম্প। বসানো হয়েছে সিসিটিভি। 
  • Link to this news (আজকাল)